তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউনিয়নে শুরু হয়েছে মাসব্যাপী পরিছন্নতা কর্মসূচি। ‘আমরা প্রত্যেকে সচেতন হই, আমাদের নিজেদের আঙ্গিনা নিজেরা পরিষ্কার রাখি’- এই স্লোগান নিয়ে সদর উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এই কার্যক্রম শুরু হয়েছে।
যারা তিনমাস মানুষকে পরিপূর্ণভাবে সচেতন রাখতে পারবেন। নিয়মিত ফলোআপে রাখতে পারবেন তাদেরকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন নির্বাহি কর্মকর্তা সদর উপজেলা সাবরীনা রহমান।
মৌলভীবাজার জেলার স্বেচ্ছাসেবী ও সমাজকর্মীবৃন্দের সার্বিক ব্যবস্থাপনায়, উপজেলার ১২টি ইউনিয়নে এই কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য, বাজার কমিটি ও স্থানীয় স্বেচ্ছাসেবক সংগঠনগুলো কাজ করছেন।
পরিছন্নতা কর্মসূচির আহবায়ক ২০২২ হিসেবে রয়েছেন সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা সাবরীনা রহমান। সমন্বয়ক হিসেবে রয়েছেন শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব প্রমুখ।