যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভার্জিনিয়া-ক্লাসের পরমাণুচালিত ৫টি সাবমেরিন কেনার ঘোষণা দিতে পারে অস্ট্রেলিয়া। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে ঐতিহাসিক প্যাসিফিক নিরাপত্তা চুক্তির অংশ হিসেবে এই সাবমেরিন কিনবে দেশটি। গতকাল বুধবার (৮ মার্চ) চার শীর্ষ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যকার অকাস (এইউকেইউএস) চুক্তির আওতায় সাবমেরিন পাঁচটি অস্ট্রেলিয়াকে সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের উত্থান ঠেকাতে ওয়াশিংটন, ক্যানবেরা এবং লন্ডন ২০২১ সালে অকাস চুক্তি স্বাক্ষর করে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নাম প্রকাশ না করার শর্তে দুই মার্কিন কর্মকর্তা বলেছিলেন যে, যুক্তরাষ্ট্র ২০২৭ সাল নাগাদ পশ্চিম অস্ট্রেলিয়ায় বেশ কিছু সাবমেরিন মোতায়েন করবে। তারই ধারাবাহিকতায় ২০৩০ এর দশকের শুরুর দিকে অস্ট্রেলিয়া ৩টি ভার্জিনিয়া ক্লাস সাবমেরিন কেনার অর্ডার দেয় এবং আরও দুটি সাবমেরিন কেনার বিষয়ে কথাবার্তা চালিয়ে যাচ্ছে।
ধারনা করা হচ্ছে অকাস অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা প্রতিরক্ষা প্রকল্প হতে যাচ্ছে। এ প্রকল্প তিনটি দেশেই বিপুল সংখ্যক চাকরির খাত তৈরি করবে।
বর্তমানে অস্ট্রেলিয়ার নৌবহরে ছয়টি প্রচলিত চালিত কলিন্স ক্লাস সাবমেরিন রয়েছে। ধারণা করা হচ্ছে এই সাবমেরিনগুলো ২০৩৬ সাল পর্যন্ত সেবা দিতে পারবে।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন