ঈদে আমতলীর মসলার বাজারে প্রতিটি মসলার দাম বেড়েছে। ফলে মসলা কিনতে ক্রেতারা হিমশিম খাচ্ছে।আমতলীর বাজার সূত্রে জানা গেছে, দেশি পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, হলুদ, আদা, এলাচ, দারুচিনিসহ বিভিন্ন মসলার দাম বেড়েছে। তার মধ্যে প্রকার ভেদে আদা ও রসুনের দামও বেড়েছে প্রায় দ্বিগুণ।
সোমবার (২৬জুন) বিভিন্ন বাজার সূত্রে জানা গেছে, সব ধরনের মসলার দাম বেড়েছে। প্রতি কেজি জিরা ৮৮০ টাকা থেকে এক হাজার টাকায় বিক্রি হচ্ছে। শুকনা মরিচ ৫০০ থেকে ৫৫০ টাকা কেজি, কাঁচা মরিচ ২০০ টাকা কেজি, দেশী পেঁয়াজ ৭০ টাকা কেজি, ভারতীয় পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা কেজি, রসুন ১৫০ থেকে ১৬০ টাকা, ধনিয়া গুড়া ৩০০ টাকা, লবঙ্গ দেড় হাজার থেকে এক হাজার ৬০০ টাকা। দারুচিনি ৬০০ থেকে ৬২০ টাকা। সাদা এলাচ তিন হাজার টাকা কেজি, বড় এলাচ এক হাজার ৬০০ টাকা, আদা ২৫০ থেকে ৩০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাজার করতে আসা ক্রেতারা জানান, বাজারে প্রতিটি মসলার দামই বেড়েছে। আমাদের মত সাধারণ মানুষের এতো দামে মসলা কিনতে হিমশিম খেতে হচ্ছে।
মসলা ব্যবসায়ী আহসান জানান, আমরা যেভাবে পাইকারি মসলা কিনি সেইভাবে সমান্য লাভে মসলা বিক্রি করে থাকি এতে আমাদের করার কিছু নেই।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে জানান, দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে আমাদের মনিটরিং ব্যবস্থা চালু আছে। ঈদ উপলক্ষে মনিটরিং ব্যবস্থা আর জোরদার করা হয়েছে। যাতে নির্ধারিত মূল্য ঠিক থাকে। একই সঙ্গে লবণের বাজার মনিটরিং করা হচ্ছে।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি