লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ দক্ষিণ চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ বাজার হচ্ছে লোহাগাড়া উপজেলার পদুয়া তেওয়ারীহাট বাজার। উপজেলার অনন্য এলাকার মত এই বাজারেও পানির সংকট ছিল তীব্র। ফলে বাজারের সকল ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতাসহ সাধারণ মানুষ পানির জন্য চরম ভোগান্তিতে পড়ছিল। অনেক দূর থেকে পানি এনে ব্যবহার করছিল বাজারের ব্যবসায়ীরা। মানুষের এই ভোগান্তি নজরে আসে পদুয়া ইউনিয়ন পরিষদ এর নব নির্বাচিত চেয়ারম্যান হারুনর রশিদ এর। তাদের ভোগান্তি দূর করতে এগিয়ে আসলেন তিনি। অল্প সময়ে ব্যবস্থা করলেন একটি গভীর নলকূপের।
তারই ধারাবাহিকতায় ইউনিয়ন পরিষদ এবং (এনজিও) ওয়াফা চ্যারিটি অর্গনাইজেশনের যৌথ অর্থায়নে পদুয়া তেওয়ারীহাটের কাঁচা বাজার সংলগ্ন একটি গভীর নলকূপ স্থাপনের শুভ উদ্বোধন করেন তিনি।
এসময় পদুয়া ৩নং ওয়ার্ডের মেম্বার মো. এহসান, পদুয়া তেওয়ারীহাটের ইজারাদার মো. আলমগীর, স্বেচ্ছাসেবক লীগ নেতা এসএম মোজাম্মেল, আবদুর নুরসহ বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান হারুনর রশিদ বলেন, নির্বাচনের পর আমি পানি জন্য পদুয়া বাজারের ব্যবসায়ীদের ভোগান্তি দেখে ওয়াফা চ্যারিটি অর্গনাইজেশনের চেয়ারম্যান, পদুয়া সমদআলী মুন্সির বাড়ির কৃতি সন্তান মুজিবুর রহমানের সাথে যোগাযোগ করে ওনার সংগঠন ওয়াফা চ্যারিটি অর্গনাইজেশন ও পদুয়া ইউনিয়ন পরিষদের যৌথ অর্থায়নে গভীর নলকূপটি স্থাপনের উদ্যোগ গ্রহণ করি। ভবিষ্যতেও আমি এবং পদুয়া ইউনিয়ন পরিষদ জনকল্যাণে এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখবে বলেও বলেন তিনি।
বাজারের ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে টিউবওয়েল এবং মোটরে পানি না উঠার কারণে তাদের দোকান চালাতে খুবই কষ্ট হয়েছে। অনেক দূর থেকে গাড়ি করে পানি এনে তারা দোকান চালিয়েছে। এখন এই গভীর নলকূপটি হয়ে গেলে তাদের অনেক উপকার হবে। ব্যবসায়ীরা চেয়ারম্যান হারুনুর রশীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।