জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের উপদেষ্টা গাজীপুর মহানগর কমিটির সভাপতি এমএম নিয়াজ উদ্দিন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। গতকাল রোববার (১৪ জানুয়ারি) দলের চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
এমএম নিয়াজ উদ্দিন পদত্যাগের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন। তিনি পদত্যাগের কারণ হিসেবে পারিবারিক ও ব্যক্তিগত কারণ দেখিয়েছেন।
জাপা চেয়ারম্যানের কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, আমি পারিবারিক ও ব্যক্তিগত কারণে দায়িত্ব পালন ও রাজনীতি করতে এই মুহূর্তে সক্ষম নই। এমতাবস্থায় আমি চেয়ারম্যান মহোদয়ের উপদেষ্টা, গাজীপুর মহানগরের সভাপতিসহ সকল দলীয় পদ থেকে পদত্যাগ করলাম।
নিয়াজ উদ্দিন গণমাধ্যমকে জানান, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন না। তিনি গাজীপুরে সামাজিক কাজ করে যাবেন। বিশেষ করে, এলাকার কিশোর ও যুবকদের বই পড়তে আগ্রহী করে তুলবেন বলে জানান।
প্রসঙ্গত, নিয়াজ উদ্দিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ ও ৫ থেকে জাতীয় পার্টি থেকে ভোটের লড়াইয়ে নামেন। ভোটের ছয় দিন আগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। এর আগে তিনি গাজীপুর সিটি নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারান।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ১১:৩৩ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি