ডিবিএন ডেস্কঃ দেশে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। প্রবহমান হিমেল হাওয়ার কনকনে ঠাণ্ডায় বিপাকে এখন নিম্নআয়ের মানুষ। অনেকেই আগুন জ্বালিয়ে শীতের দাপট কমানোর চেষ্টা করছেন। আজ শনিবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। গতকাল তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস। তবে শীত কিছুটা কমে গেছে। সকালেই দেখা দিয়েছে সূর্যের আলো তবে কোন উত্তাপ নেই।
আবহাওয়া অফিস জানিয়েছে, দিনাজপুরে সকালে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া রংপুরে ১২.৫, সৈয়দপুরে ১১.৬ রাজারহাটে ১২.০ ডিমলায় ১১.৫, নওগাঁয় ১২.০, চুয়াডাঙ্গায় ১২.৯, রাজশাহীতে ১২.৬, লালমনিরহাটে ১৩ ডিগ্রি সেলসিয়াস, শ্রীমঙ্গলে ১২.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।