আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ন্যাটোর সরবারহ করা অস্ত্রের গুদাম ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। গতকাল বুধবার (১৫ জুন) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সেনারা ইউক্রেনের পশ্চিমাঞ্চলের লভিভ শহরে একটি অস্ত্রের গুদামে হামলা চালিয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানা যায়, রাশিয়া নিজেদের অবস্থান আরও জোরদার করছে ইউক্রেনের পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ নিতে। এদিকে সেভেরোদোনেৎস্কের ৮০ শতাংশ নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে রুশ বাহিনী। আজত রাসায়নিক কারখানায় অবরুদ্ধ ইউক্রেনীয় সেনাদের অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছে রাশিয়া।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি বলেছেন, তিনি অস্ত্রের জন্য রীতিমতো প্রতিদিন সংগ্রাম করছেন। তিনি আরও বলছেন, বিশ্ব দেখছে আমরা কীভাবে দেশ রক্ষা করছি। আমাদের সেনাদের কাছ থেকে শেখা উচিত কীভাবে লড়াই করতে হয়। তবে আমাকে প্রতিদিন ভাবতে হচ্ছে অস্ত্রের স্বল্পতা নিয়ে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, ইউক্রেনকে ১০০ কোটি ডলারের অস্ত্র সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে গুদামটিতে যুক্তরাষ্ট্রের তৈরি এম৭৭৭ হাউইটজারে ব্যবহারের উপযোগী কিছু গোলাবারুদও ছিল।