নেপালে ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধস হয়েছে। এতে ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১১ জন। এছাড়া এখনো ২৭ জন নিখোঁজ রয়েছে। নেপালের দুর্যোগ ঝুঁকি হ্রাস পোর্টাল থেকে প্রাপ্ত তথ্যে এ খবর পাওয়া গেছে।
জানা গেছে, দেশটির ৬টি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধস শুরু হয়েছে। শুক্রবার সকালে কাঠমান্ডু থেকে ১৩০ কিলোমিটার পূর্বে উত্তর সিন্ধুপালচোক জেলায় সবচেয়ে মারাত্মক ভূমিধসের ঘটনা ঘটে। সেখানে ১১ জনের মৃত্যু হয়েছে।
এক কর্মকর্তা জানিয়েছেন, গুরুতর আহত হওয়া পাঁচজনকে একটি হেলিকপ্টারের মাধ্যমে জেলা সদরে নিয়ে গেছে দেশটির সেনাবাহিনী। সেখানে হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। সূত্র- সিজিটিএন।