হায়দরাবাদে আজ সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে নিউজিল্যান্ড। টানা দ্বিতীয় জয়ের খোঁজে টম ল্যাথামের দল।
এর আগে আহমেদাবাদে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে দেয় কিউইরা। আজ তাদের সামনে বাছাইপর্ব খেলে আসা নেদারল্যান্ডস।
এই ম্যাচেও খেলা হচ্ছে না নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামনের। তিনি চোট থেকে সেরে উঠছেন, তবে এখনই তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না কিউইরা। আর অভিজ্ঞ পেস বোলার টিম সাউদিও চোট থেকে সেরে ওঠার মধ্যে আছেন। সামান্য চোট থেকে সেরে উঠে আজ খেলছেন ফাস্ট বোলার লোকি ফার্গুসন।
মুখোমুখি লড়াইয়ে কখনই নিউজিল্যান্ডকে হারাতে পারেনি নেদারল্যান্ডস। এখন পর্যন্ত চার ম্যাচের লড়াইয়ে প্রতিবারই জিতেছে কিউইরা। প্রথম দেখা ১৯৯৬ সালের বিশ্বকাপ ম্যাচে। ভারতের ভদোদরায় ওই ম্যাচে ডাচরা ১১৯ রানে হেরে যায়।
২৬ বছর পর ২০২২ সালে তিন ম্যাচের সিরিজে মুখোমুখি হয় দুটি দল। কিউইরা ঘরের মাঠে হোয়াইটওয়াশ করে ইউরোপের দলটিকে। ম্যাচগুলোতে যথাক্রমে ৭ উইকেট, ১১৮ রান ও ১১৫ রানের জয় পায় কিউইরা। এছাড়া টি২০ ক্রিকেটে তিন বারের দেখায় কখনো জেতা হয়নি ডাচদের। তাই জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিউজিল্যান্ডের। অপরদিকে হারের বৃত্ত ভাঙতে মাঠে নামবে নেদারল্যান্ডস।
নিউজিল্যান্ড একাদশ : ডেভন কনওয়ে, উইল ইয়াং, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান ও লকি ফারগুসন।
নেদারল্যান্ডস একাদশ : বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, রোলেফ ভ্যান ডের মারউই, রায়ান ক্লায়েন, আরিয়ান দত্ত ও পল ভ্যান মিকেরেন।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম