স্পোর্টস ডেস্কঃ তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করে ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের টেবিলে ৭ ধাপ এগিয়েছে আফগানিস্তান ক্রিকেট দল। দোহায় সিরিজের তৃতীয় ওয়ানডেতে নেদারল্যান্ডসকে ৭৫ রানে হারানোর মধ্য দিয়ে ডাচদের হোয়াইটওয়াশের লজ্জা দিলো আফগানিস্তান।
গতকাল আফগানদের দেওয়া ২৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭৯ রানে গুটিয়েং যায় ডাচরা। ৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন নাজিবুল্লাহ জাদরান। পিটার সিলারদের বিপক্ষে ৩০ পয়েন্ট তুলে সুপার লিগের টেবিলে ৫ নম্বরে উঠে এসেছে আফগানরা। সিরিজ শুরুর আগে তারা অবস্থান করছিল ১২ নম্বরে।
৬ ম্যাচে রশিদ খানদের সংগ্রহ ৬০ পয়েন্ট। এ পয়েন্ট নিয়ে তারা টপকে গিয়েছে ভারত ও অস্ট্রেলিয়াকে। টেবিলের শীর্ষে থাকা ইংল্যান্ডের সংগ্রহ ১৫ ম্যাচ থেকে ৯৫ পয়েন্ট। ১২ ম্যাচ থেকে ৮০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। ৯ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া রয়েছে ৬ নম্বরে। ৭ ম্যাচ থেকে ২৫ পয়েন্ট নিয়ে নেদারল্যান্ডস অবস্থান করছে পয়েন্ট টেবিলের তলানিতে।
সুপার লিগে আফগানিস্তানের উপর আছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, বাংলাদেশ আর ইংল্যান্ড। ৭ ধাপ উন্নতি করে এ যাত্রায় রশিদ-মুজিবরা পেছনে ফেলেছে নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়াকে।