গতকাল রোববার (২৬ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ। এবার নেত্রকোনা-৪ আসনের বর্তমান এমপি সাজ্জাদুল হাসান আবারও আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। এমপি সাজ্জাদুল হাসান সাবেক সিনিয়র সচিব ও আওয়ামী লীগের প্রাথমিক সদস্য।
সাজ্জাদুল হাসান ১ জানুয়ারি ১৯৬১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের নেত্রকোনার মোহনগঞ্জের ছয়াশীতে জন্মগ্রহণ করেন। তার পিতা আখলাকুল হোসাইন আহমেদ পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন। মাতার নাম বেগম হোসনে আরা হোসাইন। সাবেক গণপরিষদ সদস্য ডা. আখলাকুল হোসাইন আহমেদের ছেলে সাজ্জাদুল হাসান বিভিন্ন জেলায় প্রশাসন ক্যাাডারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর দীর্ঘদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব ছিলেন। সেখান থেকে অবসর গ্রহণের পর দায়িত্ব পালন করেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে। এছাড়া অবসরগ্রহণের পর তিনি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত হন।
সাজ্জাদুল হাসান চাকরিতে থাকাবস্থায় এলাকার উন্নয়নে ব্যাপক অবদান রাখেন। নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ ও আদর্শনগরে শহীদ স্মৃতি কলেজ প্রতিষ্ঠা, জেলা বার ভবন, প্রেসক্লাব ভবন, মোহনগঞ্জ পৌরসভায় অত্যাধুনিক পার্ক, বাহাম গ্রামে শৈলজারঞ্জন সাংস্কৃতিক কমপ্লেক্স, জৈনপুর গ্রামে উকিলমুন্সি সাংস্কৃতিক কেন্দ্র ও আদর্শনগরে পর্যটনকেন্দ্র নির্মাণ এবং মোহনগঞ্জের শিয়ালজানি খালের খনন ও সৌন্দর্যবর্ধন প্রভৃতি উন্নয়নমূলক কাজে তার প্রত্যক্ষ অবদান রয়েছে। এসব উন্নয়ন কাজের মধ্য দিয়ে তিনি নির্বাচনী এলাকায় যথেষ্ট গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।
সাজ্জাদুল হাসানের বড় ভাই বিচারপিত ওবায়দুল হাসান শাহীন বর্তমানে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রসঙ্গত, এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা জেলায় ৫টি আসন রয়েছে। এই আসনগুলোতে যারা আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন তারা হলেন- নেত্রকোনা-১ মোশতাক আহমেদ রুহী, নেত্রকোনা-২ মো. আশরাফ আলী খান খসরু, নেত্রকোনা-৩ অসীম কুমার উকিল, নেত্রকোনা-৪ সাজ্জাদুল হাসান, নেত্রকোনা-৫ আহমদ হোসেন।.
উল্লেখ্য, রোববার আনুষ্ঠানিকভাবে ২৯৮ আসনে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করে আওয়ামী লীগ। ৩০০ আসনের মধ্যে দুটিতে এখনো প্রার্থী চূড়ান্ত করেনি ক্ষমতাসীন আওয়ামী লীগ। আসনগুলো হলো- কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫। এই দুটি আসনে প্রার্থী পরে ঘোষণা করা হবে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | দুপুর ১:১২ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি