মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনা সদর উপজেলার পুকুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষে “মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে নেত্রকোনা জেলায় পোনামাছ অবমুক্ত করে মৎস্য সপ্তাহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সদর উপজেলা পুকুরে জেলা প্রশাসক মঈনউল ইসলাম বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছেড়ে কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদা আক্তার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তফসির উদ্দিন খান, জেলা মৎস্য কর্মকর্তা ফজলুল কাবীর, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ ঘোষ, ৬নং লক্ষীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান এস.এম. শফিকুল কাদের সুজা ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল।