মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনার বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত এমপি এডভোকেট ফজলুর রহমান খানের ১২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে জেলা আওয়ামীলীগের দলীয় কার্য্যালয়ে কালো ব্যাজ ধারণ করে নেতাকর্মীরা জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করে। পতাকা উত্তোলনের পর মরহুম ফজলুর রহমান খানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলী শেষে প্রয়াত এমপির গ্রামের বাড়ি কুনিয়ায় কোরআন
খানি, দোয়া মাহফিল ও কবর জিয়ারত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী, জেলা আওয়ামীলীগের
সহ-সভাপতি হাবিবুর রহমান খান রতন, আওয়ামীলীগ নেতা নূর খান মিঠু, কলমাকান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি চন্দন বিশ্বাস, অধ্যক্ষ গোলাম রসুল তালুকদার, কৃষকলীগের সভাপতি কেশব রঞ্জন সরকারসহ জেলা আওয়ীমীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
পরে বিকালে পৌর শহরের পাবলিক হল মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রয়াত ফজলুর রহমান খানের বর্নাঢ্য রাজনীতির উপর আলোচনা সভার মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হয়।