মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির ২৩তম বার্ষিক সাধারণ সভা আজ বৃহস্পতিবার সকাল ১০ঘটিকার সময় বাজেন্দ্রপুর পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সমিতির বোর্ড সভাপতি মো. শফিউল আলম খান শফিকের সভাপতিত্বে জুনিয়ার ইঞ্জিনিয়ার মো. আমিনুল ইসলাম ও বিলিং সহকারী শিল্পী রাণী সরকারের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় পল্লী বিদ্যুৎ সমিতির সার্বিক কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন বোর্ড সহ-সভাপতি মুহাম্মদ মাহবুব, সচিব আশরাফ উদ্দিন খান, কোষাধ্যক্ষ শরীফ আল মারুফ, এলাকা পরিচালক মো. মুজিবুর রহমান ভূঁইয়া, এলাকা পরিচালক জুয়েল মিয়া, এলাকা পরিচালক মো. আবুল কাশেম বাচ্চু, মহিলা পরিচালক নিনা নাসরিন, মোছা: সফুরা আক্তার, নূরজাহান আক্তার খানম, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (চ: দ:) মো. জাকির হোসেন ও উপ-পরিচালক ভবেশ চন্দ্র রায় প্রমূখ।
বার্ষিক সাধারণ সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার মুজিব বর্ষে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে।
উত্তম গ্রাহক সেবা নিশ্চিত করতে হলে সবাইকে সময়মতো বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে। সভায় নেতৃবৃন্দ আলোকিত বাংলাদেশ গড়তে গ্রাহকদেরকে বিদ্যুতের অপচয় রোধ করার অনুরোধ জানান।