মো.কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনায় অবশেষে ঘাতক ট্রাক ও চালক গ্রেফতার হলো । নেত্রকোনার দুর্গাপুরে বালুবাহী ট্রাকের চাপায় চার শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে দিনভর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সর্বস্তরের জনতা।
আজ রোববার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত পৌর শহরের প্রেসক্লাব মোড় এলাকায় দুর্গাপুর-শ্যামগঞ্জ মহাসড়ক
অবরোধ করে এ বিক্ষোভ করে সচেতন নাগরিক সমাজ। পরে পুরো উপজেলাজুড়ে এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
বিক্ষোভ চলাকালে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
অপরদিকে উপজেলার ঝানঝাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
কৃষ্ণেরচর উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী ও স্থানীয়রা রাস্তা দখল করে বিক্ষোভ করে। বিরিশিরি পিসিনল উচ্চ বিদ্যালয়ের
শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
এদিকে বিক্ষোভ সংহতি প্রকাশ করে কবি লোকান্ত শাওন, আলকাছ উদ্দিন মীর বলেন, আর কত রক্ত দিলে বন্ধ হবে
সড়কে মৃত্যুর মিছিল, প্রশাসন বারবার আশ্বাস দিলেও এখন পর্যন্ত সড়কে মৃত্যুর মিছিল থামছে না। দাবি আদায় না
হওয়া পর্যন্ত তারা বিক্ষোভ থেকে সরবেন না বলেও জানান। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে স্থানীয় থানা পুলিশ
প্রতিটি মোড়ে টহল জোরদার করেছে।
অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, বিক্ষোভকারী
নেতৃবৃন্দকে ২ মার্চ সোমবার বিকেল ৩টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত থাকার জন্য জন্য জেলা
প্রশাসন থেকে বলা হয়েছে। এ সময় বিক্ষোভকারীদের শান্ত থাকতেও নির্দেশ দেন তিনি। পরে ইউএনওর আশ্বাসে
বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ থেকে সরে আসেন।
এ বিষয়ে কথা হলে ভারপ্রাপ্ত ইউএনও উম্মে কুলসুম বলেন, আলোচনার প্রেক্ষিতে অবরোধকারীদের দাবিসমূহ মানা
হবে। এ আশ্বসে তারা রাস্তা অবরোধ তুলে নেন।
দুর্গাপুর সার্কেলের এএসপি মাহমুদা শারমিন নেলী বলেন, শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় ৪ জন শিক্ষার্থী মারা যায়।
নিহতদের পারিবারিক কবরস্থানে রোববার দুপুরে দাফন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
সংশ্লিষ্ট স্থানীয় ইউপিচেয়ারম্যান নিহতদের পরিবারের লোকজনদের সঙ্গে নিয়ে দুর্গাপুর থানায় মামলা দায়ের করবেন। এছাড়া ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পূর্বধলা থানা পুলিশ। তবে পূর্বধলা থানা হেফাজতে থাকা চালককে দুর্গাপুর থানায়
আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য যে, শনিবার রাত ৯টার দিকে দুর্গাপুর উপজেলার কালা মার্কেট (শান্তিপুর) বালুবাহী ট্রাকচাপায় পিকআপ
ভ্যানে থাকা শিক্ষার্থীরা মারা যায়।