নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা সদর উপজেলায় লক্ষিগঞ্জ ইউনিয়নে ৪ টি বসতঘরসহ নগদ ৯৫ হাজার টাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার (১৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে লক্ষিগঞ্জ ইউনিয়নের গিডুরপাড়া গ্রামের গিডুরপাড়া বাজারের পাশে পুরোনো ভবের বাজার নামক স্থানে এ ঘটনাটি ঘটেছে। এতে নগদ ৯৫ হাজার টাকাসহ প্রায় ৫ লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কিছুদিন যাবৎ আমাদের এলাকার কিছু মাদক সেবনকারী দিনে ও রাতে এখানে গিয়ে একটি পরিত্যক্ত ঘরে মাদক সেবন করে আসছিল। এখানে আমাদের এলাকা ছাড়াও আশে পাশের বিভিন্ন ইউনিয়ন থেকে বড় বড় মাদক সেবন কারী ও মাদক ব্যবসায়ীরা প্রায় সময় এদিকে আসে। রাতের বেলা অনেক সময় বাজার থেকে আমরা বাড়ি ফেরার সময় আনা গুনা করতে দেখতে পাই। কিন্তু তাদেরকে আমারা কিছু বলতে পারি না আমাদের আশ পাশের গ্রামের ভাল ভাল ফ্যামিলির সন্তানরা মাদক সেবন ও ব্যাবসার সাথে জরিত হয়েছে। আর এই ঘরটিতে মাদক সেবনের আড্ডা ছিল।
পরে গত বৃহস্পতিবার রাতে আনুমানিক ২ টার দিকে হঠাৎ ঔ পরিত্যক্ত ঘরটিতে আগুন দেখতে পাই। পরে আমরা এলাকার লোকজন সেখানে যাই গিয়ে আগুন নেভানোর চেষ্টা করি কিন্তু বিদ্যুৎ সংযোগ থাকার কারনে আমরা ভয় পেয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে পারি নি। তাই ৪ টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এখানে প্রায় ৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।
এ বিষয়ে ইউপি সদস্য মোঃ রাসেল মিয়া বলেন, চেয়ারম্যান মহোদয় এসেছিলেন সরকারি অনুদানের জন্য আবেদন করার কথা বলেছেন। আর মাদক সেবনকারীদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।
এ ব্যাপারে লক্ষিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আজহারুল হক তুহিন বলেন আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, ভোক্তভোগি পরিবার গুলোকে বলেছি সরকারি অনুদানের জন্য আবেদন করার জন্য। আমি অনুদানের জন্য ইউএনও মহোদয়ের সাথে কথা বলব।
চেয়ারম্যান তুহিন আরো বলেন, মাদক সেবনকারীদের কোন ছাড় দেওয়া হবে না। মাদক সেবনকারী যেই হোক না কেন তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
এ ঘটনায় নেত্রকোণা মডেল থানার অফিসার ইনসার্জ খন্দকার শাকের আহমেদের সাথে কথা বললে তিনি বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।