মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা সদর উপজেলার মেদনী ইউনিয়নের কংশ নদীর তীরে জংগল বড়ওয়ারী নামক স্থানে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বেড়িবাঁধে ভাংঙ্গন দেখা দিয়েছে।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের নির্দেশে তাৎক্ষণিকভাবে নেত্রকোণা সদর উপজেলা নিবার্হী অফিসার মাহমুদা আক্তার পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করে নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ডসহ সার্বক্ষণিক অবস্থান করে মেরামত কাজ শুরু করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান, গন্যমান্য ব্যক্তি, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, স্থানীয় মেম্বার, গ্রাম পুলিশসহ স্থানীয়রা।
এ সময় উপজেলা নিবার্হী অফিসার মাহমুদা আক্তার বলেন,সদর উপজেলার বন্যা পরিস্থিতি সার্রক্ষণিক মনিটর করা হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি, ট্যাগ অফিসারসহ উপজেলার সকল কর্মকর্তারা মাঠে কাজ করবে । তাই আমরা সকলের সহযোগিতা চাই। ইনশাআল্লাহ সবাই মিলে জনগণের পাশে থাকলে যে কোন পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হবে।