নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণায় অনুমোদনহীন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সমূহের তালিকা প্রস্তুত করে অভিযানে নেমেছেন উপজেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য অধিদপ্তর। ২৮ মে শনিবার দুপুরে নেত্রকোণার পৌরশহরের নাগড়া এলাকার তানিয়া ও লির্বাটি নামে দুইটি প্রাইভেট হাসপাতালে অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ও নিয়ম বহির্ভূত হাসপাতাল কার্যক্রম চালানোর অপরাধে জরিমানা ও বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
এ সময় হাসপাতাল দুটিকে পাঁচ হাজার করে ২ টি প্রতিষ্ঠানে মোট দশ হাজার টাকা জরিমানা ও সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক, নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে সাথে ছিলেন নেত্রকোণা সদর হাসপাতালের ডাক্তার মোঃ শামসুজ্জামান মেডিকেল অফিসার, নেত্রকোণা সদর হাসপাতাল।
পরে হাসপাতালে থাকা রোগীদের চিকিৎসার জন্য নেত্রকোণা জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
নেত্রকোণা জেলা স্বাস্থ্য বিভাগ তথ্যমতে, জেলায় প্রাইভেট হাসপাতাল রয়েছে ২৯ টি। অনুমোদন আছে ১৯ টির আর অনুমোদন নেই ১০ টি। জেলায় মোট ১শ ৩১ টি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। যার মধ্যে অনুমোদন আছে ৮৩ টি আর অনুমোদনহীন ৪৮ টি। অনুমোদনহীন এসব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার গুলোতে অভিযান চলমান থাকবে বলে জানান জেলা সিভিল সার্জন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার বলেন আমাদের কার্যক্রম চলমান থাকবে।