নেত্রকোণার পাঁচটি নির্বাচনী আসনের বেসরকারি ফলাফলে একজন জয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী, অন্য চারটি আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চারজন প্রার্থীরা জয়ী হয়েছেন। ০৭-০১-২০২৪ ইং রাত ৯:৪৩ মিনিটে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে আওয়ামী লীগ মনোনীত মোশতাক আহমেদ রুহী (নৌকা) জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ১৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ওরফে ঝুমা তালুকদার (ট্রাক) পেয়েছেন ২৫ হাজার ২১৯ ভোট।
নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান (নৌকা) জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৩৫৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আরিফ খান জয় (ঈগল) পেয়েছেন ৮৬ হাজার ২৮৭ ভোট।
নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ইফতিকার উদ্দিন তালুকদার (ট্রাক) জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭৬ হাজার ৮০৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের অসীম কুমার উকিল (নৌকা) পেয়েছেন ৭৪ হাজার ৫৫০ ভোট।
নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরি) আসনে আওয়ামী লীগ মনোনীত সাজ্জাদুল হাসান (নৌকা) জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৮৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লিয়াকত আলী খান (লাঙ্গল) পেয়েছেন ৫ হাজার ৭১৯ ভোট।
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে আওয়ামী লীগ মনোনীত বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন (নৌকা) জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৮৯ হাজার ৬৪৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মাজহারুল ইসলাম সোহেল ফকির (ট্রাক) পেয়েছেন ২৭ হাজার ২১৪ ভোট।
আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৬:৫২ | সোমবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি