নেত্রকোণায় নৈতিক শিক্ষা প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের ভূমিকা বিষয়ক জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে জেলা প্রশাসন ও জেলা মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আয়োজনে জেলা পাবলিক হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক বিপীন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল, বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট শীতাংশু বিকাশ আচার্য্যসহ আরো অনেকে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার মন্দিরভিত্তিক শিক্ষার সকল শিক্ষকসহ প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | দুপুর ২:২৮ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি