নেত্রকোণার কলমাকান্দায় নানা আয়োজনে ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার নাজিরপুর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, এমপি মানু মজুমদার, সংরক্ষিত এমপি হাবিবা রহমান খান শেফালী, নবাগত জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপারসহ নেত্রকোনা, মুক্তাগাছা, জামালপুর থেকে আগত বীর মুক্তিযোদ্ধাগন।
পরে উপজেলার ফুলবাড়িয়া সাত শহীদদের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন অতিথিবৃন্দরা। পরে লেঙ্গুরা উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৯৭১ সালের এই দিনে পাকবাহিনীর সাথে সম্মুখযুদ্ধে ৭ জন বীর মুক্তিযোদ্ধা শহীন হন। পরে সীমান্তবর্তী ফুলবাড়িয়া এলাকায় তাদের সমাধিস্থ করা হয়।
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি