“সুরক্ষিত শ্রবণ, সুরক্ষিত জীবন” এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৩ পালিত হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসনের সহযোগিতায় ও পরিবেশ অধিদপ্তর নেত্রকোণার আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক মামুন খন্দকার এর সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অন্যদের মধ্যে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আশীষ নুর,পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান,নেত্রকোণা সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তারসহ অন্যরা।
ডিবিএন/এসডিআর/ মোস্তাফিজ বাপ্পি