মোঃ মোশফিকুর ইসলাম , নীলফামারী : নীলফামারীর জলঢাকা উপজেলার ডালিয়া-রংপুর সড়ক ব্যবহার করে ফিল্মি পদ্ধতিতে মাদক পাচার করার সময় ১০ কেজি গাঁজা ও ১টি কারসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জলঢাকা থানা পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার পেট্রোলপাম্প এলাকা থেকে এলইডি বাল্বের প্রচার গাড়ী থেকে তাকে গাড়ীসহ আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী মোস্তফা লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার মির্জাকোর্ট কাসিয়াবাড়ী এলাকার আমীর হোসেনের ছেলে।
খোজ খবর নিয়ে জানাগেছে এলাকায় সে ব্রিটিশ নামে পরিচিত।
আটককৃত গাড়ী নং ঢাকা মেট্রো ক – ০৩-৬৯৭৫। গোপন সংবাদের ভিত্তিতে জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমানের নেতৃত্ব পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে প্রাইভেট কারটিকে আটক করে। পরে গাড়িটিকে তল্লাশি চালিয়ে পিছনের ব্যাকডালার গোপন স্থান থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে।
এ বিষয় জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, এলইডি বাল্ব ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করে আসছিলো আটককৃত মোস্তফা। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা করার কথা জানান তিনি।