নীলফামারীতে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত মক্তব শিক্ষক কারী মো. আবুল হোসেন (৫০) মারা গেছেন। ঘটনার ৫ দিন পর গতকাল ৬ (জুলাই) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তিনি একই ইউনিয়নের অচিনতলা গ্রামের মৃত সবির উদ্দিনের ছেলে এবং ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের মক্তব শিক্ষক।
জানা যায়, গত ১ জুলাই জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়নের তরণীবাড়ি গ্রামে তাকে গলাকেটে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা।
স্বজনরা জানায়, ঘটনার দিন সকালে বাড়ি থেকে বাইসাইকেলে মক্তবে যাচ্ছিলেন কারী মো. আবুল হোসেন। এ সময় নীলফামারী-ডোমার সড়কের তরণীবাড়ি গ্রামে একদল দূর্বৃত্ত তাকে আটক করে গলা কেটে হত্যার চেষ্টা করে। এ সময় এলাকার লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধী অবস্থায় ৬ জুলাই তার মৃত্যু হয়।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তানভীরুল ইসলাম ওই মক্তব শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আসামি শনাক্ত এবং গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৪:৪৪ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান (বাপ্পি)