দেশব্যাপী শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে সরকার পতনের পর কর্মবিরতিতে চলে যান পুলিশ সদস্যরা। তাই যানজট নিরসনে ট্রাফিক পুলিশের ও পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব নিজেদের হাতে তুলে নেয় দেশের শিক্ষার্থীরা।
তারই ধারাবাহিকতায় নীলফামারী জেলার ট্রাফিকের দায়িত্ব সামলাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা, তার পাশাপাশি দেখা গেছে বিএনসিসির সদস্য রেড ক্রিসেন্ট এর সদস্য, বাংলাদেশের স্কাউটের সদস্যদের , ফায়ার সার্ভিস এবং আনসার ব্যাটালিয়নের আনসার সদস্যদের দায়িত্ব পালন করতে।
১১ আগস্ট রবিবার সকাল থেকেই নীলফামারীর চৌরঙ্গী মোড় তার পাশাপাশি বড়বাজার মোড় এবং নীলফামারী জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে শিক্ষার্থী ও ডিএনসিসির সদস্য ,বাংলাদেশ ফায়ার সার্ভিস ও আনসার ব্যাটালিয়নের সদস্যদের কে ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা যায়। তাদের বাঁশি আর হাতের ইশারায় চলছে জেলার সব যানবাহন। পাশাপাশি সড়কে বাস, মাইক্রো, মোটরসাইকেল ও রিকশার জন্য লেন ভাগ করে দিয়ে তা নিয়ন্ত্রণে কাজ চলছে। ফলে যেখানে-সেখানে থামতে পারছে না গাড়ি।
উল্টো পথে চলার কোনো সুযোগ নেই। যারা হেলমেট ছাড়া মোটরসাইকেল চলাচল করছেন তাদেরকে হেলমেট পরিধান করার জন্য অনুরোধ করছে। তাছাড়া লাইন ভেঙে তাড়াহুড়ো করে সামনে যাওয়ার তাড়া নেই চালকদেরও। পথচারীরা রাস্তা পার হচ্ছেন শৃঙ্খলা মেনে।সড়কে তাদের শক্ত অবস্থানের কারণে ফিরেছে শৃঙ্খলা।
গত কয়েকদিন ধরে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন না করায় শিক্ষার্থীরাই সুশৃঙ্খলভাবে এ দায়িত্ব পালন করে আসছে।শিক্ষার্থীদের এমন ভূমিকায় উচ্ছাসিত সবাই।
এক পথচারীরা বলেন, আমরা খুবই খুশি। সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় যানজট নিরসনের জন্য কাজ করছে। এতে আরো বেশি ভালো লাগছে নতুন উদ্যোগে, নতুন উদ্যমে দেশটি এগিয়ে যাক।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ১১:০৮ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি