নীলফামারীতে গতকাল শনিবার (২ নভেম্বর) সকাল ১২ টার দিকে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হল তাবলীগ জামাতের জেলা আঞ্চলিক ইজতেমার সকল আনুষ্ঠানিকতা। এর আগে গত ৩১ অক্টোবর বাদ ফজর বয়ানের মধ্য দিয়ে জেলা সদরের দারোয়ানী টেক্সটাইল মিলস কলোনী মাঠে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়।
এ উপলক্ষে বিশাল প্যান্ডেল নির্মান, রাস্তাঘাট মেরামত, বিদ্যুৎ সংযোগ, পানির লাইন স্থাপন, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নির্মাণ করা হয়েছিল।
এবারের ইজতেমায় ঢাকা কাকরাইল মসজিদের খতিবসহ বিভিন্ন দেশের অনেক ইসলামিক চিন্তাবিদরা উপস্থিত হয়েছেন বলে জানায় ইজতেমা আয়োজক কমিটি । শুধু নীলফামারী থেকেই নয় নীলফামারীর আশেপাশের জেলার তাবলীগ জামায়াতের সদস্য এবং নানান শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়েছে বলে জানা যায়। এই ইজতেমায় তাবলীগ জামাতের মুরুব্বীরা ইসলামীক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
জেলা তাবলীগ জামায়াতের আমীর প্রফেসর দিদারুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ফজরের নামাজের পর বয়ান পেশের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয় এবং শনিবার সকাল ১২ টায় আখেরি মোনাজাতের মাধ্যমে এর আনুষ্ঠানিকতা শেষ হলো।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১১:৩২ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি