মা ইলিশ রক্ষায় প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে যাচ্ছে রায়পুর উপজেলা প্রশাসন। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতের অন্ধকারে মেঘনায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে রায়পুর উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন দাশ।
অভিযান পরিচালনা কলে মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা অমান্য করায় ৫ জেলেকে দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ধারায় ১০ (দশ) দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। এ সময় ৪ টি ইঞ্জিন চালিত মাছ ধরার ট্রলার জব্দ করা হয় এবং ১ লক্ষ মিটার জাল জব্দ করে তা আগুনে বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা কাজে সার্বিক সহযোগীতা করেন সহকারি কমিশনার (ভূমি) রাসেল ইকবাল, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ এমদাদুল হক, সহকারি মৎস কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন, মৎস সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আবদুল্ল্যাহ আল মাহমুদ ও হাজীমারা ফাঁড়ি পুলিশ। জনস্বার্থে নিষেধাজ্ঞা চলাকালীন এমন ধরনের অভিযান ধারাবাহিক ভাবে চলবে বলে জানান উপজেলা প্রশাসন।