ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের ফল বাতিল ও পুনরায় ভোটের দাবিতে মামলা করেছেন বিএনপির পরাজিত মেয়র প্রার্থী ইশরাক হোসেন।
মঙ্গলবার সকালে নির্বাচনী ট্রাইব্যুনালের দায়িত্বপ্রাপ্ত ঢাকার যুগ্ম জেলা জজ আদালত-১ এর বিচারক উৎপল ভট্টাচার্যের আদালতে এ মামলা করেন তিনি।
তবে এ বিষয়ে আদালত এখন পর্যন্ত কোনো আদেশ দেননি।
এর আগে একই দাবিতে সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএসসিসি) বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালও মামলা করেন।
নির্বাচনী আইন অনুযায়ী ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে ‘নির্বাচনী ট্রাইব্যুনালে সংক্ষুব্ধ প্রার্থী বা তার মনোনীত ব্যক্তিকে আবেদন করতে হবে।
নিয়ম অনুযায়ী, মামলার পরবর্তী ১৮০ দিনের মধ্যে তা নিষ্পত্তি করবেন ট্রাইব্যুনাল।
সংক্ষুব্ধ ব্যক্তি রায়ে খুশি না হলে ৩০ দিনের মধ্যে তিনি ‘নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে’যেতে পারবেন।
নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল ১২০ দিনের মধ্যে আপিলটি নিষ্পত্তি করার বিধান রয়েছে।