দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপ আজ সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়ে রূপ নেবে। তখন এর নাম হবে ‘মোখা’।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সন্ধ্যা নাগাদ গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আর আগামীকাল ১১ মে সকাল নাগাদ তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং রাত নাগাদ প্রবল থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান জানান, ওই সময় ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
ঘূর্ণিঝড়টি ১১ মে পর্যন্ত উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। পরবর্তীকালে খানিকটা দিক পরিবর্তন করে উত্তর, উত্তর-পূর্ব দিকে ধাবিত হতে পারে।
আবহাওয়া অফিস জানায়, ১৪ মে নাগাদ ঘূর্ণিঝড়টির চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ ও মিয়ানমার উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন