‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯’ এবার এই প্রতিযোগিতায় অংশ নেবে। ইতোমধ্যে শুরু হয়েছে জাতীয় পর্যায়ে সুন্দরী প্রতিযোগিতার প্রথম বাছাই পর্বের নিবন্ধন।নিবন্ধন কার্যক্রম শেষে শুরু হবে অডিশন। বাছাইকরণের মাধ্যমে বিশ্ব আসরে প্রতিদ্বন্দ্বিতা করার উপযুক্ত করে গড়ে তোলার জন্য এরপর হবে গ্রূমিং ও ফিল্মিং রাউন্ডের কাজ। মূল বিজয়ী অংশ নেবেন ১৯ ডিসেম্বর অনুষ্ঠেয় মিস ইউনিভার্স প্রতিযোগিতা মূল আসরে।মিস ইউনিভার্স বাংলাদেশ পর্বের বিজয়ী আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। প্রতিযোগিতার অংশ নেওয়ার জন্য আগ্রহী নারীরা বিনামূল্যে নিবন্ধন করতে পারবেন। সেজন্য www.missuniverse.com.bd এই সাইটটিতে ভিজিট করতে হবে। নিবন্ধন চলবে আগামী ২৯-০৮-২০১৯ তারিখ পর্যন্ত। এছাড়া facebook.com/MUBangladesh এই পেজটির মাধ্যমে প্রতিযোগিরা যাবতীয় তথ্য জানতে পারবেন।
নিবন্ধন চলছে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’র বাছাই পর্বের
এই নিবন্ধটি শেয়ার করুন