মোঃলোকমান হোসেন,যশোর প্রতিনিধি:—ঢাকা থেকে নিখোঁজ হওয়া “দৈনিক পক্ষকালের” সম্পাদক শফিকুল ইসলামকে বেনাপোল সীমান্তের সাদিপুরের একটি মাঠের মধ্য থেকে আটক করেছে রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা ।
শনিবার (০৩ই মে) গভীর রাতে তাকে আটক করা হয়।
বোনাপোল রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার আশেক আলী বলেন, শনিবার গভির রাতে টহল দলের বিজিবি সদস্যরা সাদিপুর সীমান্তের একটি মাঠের মধ্য থেকে সাংবাদিক শফিকুল ইসলাম কাজল কে আটক করেন। তিনি অবৈধভাবে ভারত থেকে ফিরছিলেন। আমাদের কাছে হেফাজতে আছেন। তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গত(১০ই মার্চ) সন্ধ্যায় সাংবাদিক শফিকুল ইসলাম কাজল ‘দৈনিক পক্ষকাল’র অফিস থেকে বের হন। এরপর থেকে তার কোনও সন্ধান না পেয়ে পরদিন (১১ই মার্চ) চকবাজার থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী জুলিয়া ফেরদৌসি নয়ন। (১৩ই মার্চ) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে শফিকুল ইসলাম কাজলকে সুস্থ অবস্থায় ফেরত দেওয়ার দাবি জানায় তার পরিবার। (১৮ই মার্চ) প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে সাংবাদিক কাজলের সন্ধান চাওয়া হয়। পরে ১৮ মার্চ রাতে কাজলকে অপহরণ করা হয়েছে অভিযোগ এনে চকবাজার থানায় মামলা করেন তার ছেলে মনোরম পলক। সাংবাদিক কাজল নিখোঁজ হওয়ার পর তার সন্ধানের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে কয়েকদফা কর্মসূচি পালন করেছেন সাংবাদিক সহকর্মী ও পরিবারের সদস্যরা।