জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে যারা আহত হয়েছিলেন তাদের খোঁজখবর নিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও নিউরোসায়েন্স হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আজ শনিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত হাসপাতালটি পরিদর্শনে যান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ কথা জানানো হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ ড. ইউনূসকে জানায়, আন্দোলনে গুলিবিদ্ধ ১১ জন বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন। যাদের মধ্যে ৮ জনই বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের মধ্যে চারজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তারা সবাই মাথায় গুলিবিদ্ধ হয়েছে। তবে বর্তমানে তাদের অবস্থার উন্নতি হচ্ছে।
এসময় সেখানে ছিলেন প্রধান উপদেষ্টা ছাড়া অন্যদের মধ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের যুগ্ম পরিচালক বদরুল আলমসহ ঊর্ধ্বতন চিকিৎসকেরা।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৪৬ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি