জামায়াত-বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠন । শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় সমাবেশের নামে পুলিশ হত্যা ও তাদের উদ্দেশ্য করে ককটেল নিক্ষেপ ও নৈরাজ্যের ঘটনার প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করেন।
রবিবার (২৯ অক্টোবর) সকাল থেকেই উপজেলা সদরে অবস্থিত দলীয় কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে তারা।
মিছিলটি উপজেলার প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে যথাস্থানে এসে মিলিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সাংসদ বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম বলেন, দেশ থেকে পলাতক কুলাঙ্গার ও খুনি তারেক জিয়ার নির্দেশে বিএনপি-জামায়াত আবার মাঠে নেমেছে। তারা ২০১৩-১৪ সালের মতো দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। এ জন্য তারা পুলিশের ওপর হামলা করে হত্যা করেছে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না।
তিনি বলেন, যারা জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করে। পেট্রোল বোমা ও আগুন দিয়ে চলন্ত গাড়ি, বাস, ট্রেন, লঞ্চ, মাইক্রো জালিয়ে দেয়। তাদের ভয়ংকর রূপ আমরা আর দেখতে চাই না। আমরা আমাদের দলীয় প্রধান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশ পেলে এর দাঁত ভাঙ্গা জবাব দিতে পারি। কিন্তু আমাদের প্রিয় নেত্রী সে নির্দেশ না দিয়ে বরং সবাইকে শান্ত ও সতর্ক থাকার আহবান জানিয়েছেন। একইসঙ্গে বিএনপি-জামায়াত যেনো দেশের ক্ষতি করতে না পারে সে জন্য সবাইকে সোচ্চার হওয়ার নির্দেশ দিয়েছেন।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু অসীম কুমার পাল, যুবলীগের আহবায়ক মো. রায়হান উদ্দীন ভূঁইয়া, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহুল রায়সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ সমাবেশে বক্তব্য রাখেন। বক্তারা বিএনপি জামাতের নৈরাজ্য, হত্যাকাণ্ড ও আগুন সন্ত্রাসের তীব্র নিন্দা জানিয়ে কঠোর হস্তে প্রতিরোধের ঘোষণা দেন।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৪:৩৬ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি