প্রদীপ কুমার দেবনাথ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ‘জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি – ২০২০’ এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।
‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ জাতীয় এ শ্লোগানকে সামনে রেখে, ব্রাহ্মণবাড়িয়া – ১ (নাসিরনগর) আসনের মাননীয় সাংসদ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম সাহেবের নির্দেশক্রমে ২৬ জুন ২০২০ খ্রিস্টাব্দ, শুক্রবার জাতীয় এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
ফান্দাউক ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাহুল রায়ের সঞ্চালনায় এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফান্দাউক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব মোচন মাস্টার। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য, ফান্দাউক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব ফারুকুজ্জামান ফারুক।
জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধনকালে এ নেতা সংক্ষিপ্ত আলোচনায় বলেন, বর্তমান বিশ্বে পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ, অর্থনৈতিক স্বচ্ছলতা অর্জন, বৈশ্বিক উষ্ণতা রোধ সহ অসংখ্য প্রয়োজনে বৃক্ষরোপণ অতি প্রয়োজন। এই করোনা সহ অন্যান্য বিপর্যয় রোধে বৃক্ষরোপণের বিকল্প নেই। পরে তিনি একটি চারা রোপনর মাধ্যমে কর্মসূচিটির শুভ উদ্বোধন করেন।
এ সময় সামাজিক দুরত্ব বজায় রেখে ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে ছাত্রলীগ নেতৃবৃন্দ ফান্দাউক ইউনিয়নের প্রধান সড়কের পাশে, বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার সামনে, পাগল শংকর ও গৌড় মন্দিরের পাশে, ফান্দাউক ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ও সরকারি জমিতে বৃক্ষরোপণ করা হয়।