শুক্রবার (৫ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদের অগ্নিকান্ডের ঘটনাকে নাশকতা হিসেবে ধারনা করে বিশেষায়ীত্ব বিশেজ্ঞ ধারা তদন্ত করার দাবি জানান নারায়ণগঞ্জ ৪-আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
শামীম ওসমান গনমাধ্যম কে বলেন,” এসির বা গ্যাস এই মানের বুদবুদে এতো বড় বিস্ফোরন হয়েছে তা আমি মানতে পারছি না। মাগরিবের নামাজ পড়ে যখন মুসল্লি রা বের হয়েছেন তখন দরজা জানালা খুলে দেয়া হয়েছে তখন ভিতরে জমে থাকা গ্যাস বের হয়ে যাওয়ার কথা এশার নামাজের সময়েও এই দরজা খোলা ছিলো। এইটা আল্লাহর ঘর মসজিদ এইখানে কেউ সিগেরেট খাবে কিংবা এমন কোন জিনিস প্রজ্জোলন করেন না যেইটা প্রজ্জোলন করলে সাথে সাথে কোন অগ্নিকান্ড ঘটতে পারে। তবে এইখানে দুইবার কারেন্ট চলে গিয়েছিলো তাতে সেইখানে শর্ট সার্কিট হলেও হতে পারে। সেইগুলি অনেক ধরনের প্রশ্ন সেইখানে আসবে কিন্তু আমার কাছে যে প্রশ্নটি আসছে যেই ভয়াবহতা এইখানে দেখা যাচ্ছে সেই ভয়াবহতা এতটুকু পরিমান বুদবুদের কারনে হয়ে থাকে তাহলে এটি বিশেষজ্ঞ তদন্ত কর্মকর্তা ধারা তদন্ত করার জন্য দাবি জানাচ্ছি।”
তিনি আরও বলেন,” ২০০১ সালেও এমন কিছু ঘটনার সম্মুখ্বীন আমরা হয়েছিলাম। যদি এই ঘটনাটি এসির বিষ্ফোরনের কারনে হয়ে থাকে তাহলে এসির বিস্ফোরন ঘটবে বাহিরের দিকে ভিতরের দিকে এসির বিস্ফোরন ঘটবে না। কারন এসির ইঞ্জিন থাকে বাহিরে, গ্যাস লিক হলে বাহিরে লিক হবে ভিতরে লিক হবে না। দ্বিতীয় বিষয়টি হচ্ছে আগুনটি আসলো কোথা থেকে আসলে আগুনটি উপরে উঠলো না কেন সেটাও একটি প্রশ্ন এতগুলো মানুষ পুড়লো কিভাবে। সেইখানে কি আরো কোন ঘটনা আছে কি না তা তদন্ত করা দরকার বলে আমি মনে করছি। আমি সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করছি আমার মনে যেমন কষ্ট হচ্ছে তেমন কষ্ট আপনাদের মনেও তেমন কষ্ট হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়ে সর্বাক্ষন আমার সাথে যোগাযোগ করছেন।”
ডেস্ক রিপোর্টঃ আরাফাত আহমেদ রনি