অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নের তরীরহাট হতে বেলায়েত হাজীর ঈদগাহ মাঠ পর্যন্ত গঙ্গাধর নদের ভাঙ্গন রোধ ও বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে তরীরহাট এলাকায় নদের তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন কচাকাটা ইউপি চেয়ারম্যান শাহদৎ হোসেন মন্ডল, সাবেক জেলা পরিষদ সদস্য একরামুল হক বুলবুল, ছাত্র সমাজের জেলা আহ্বায়ক ফারুক হোসেন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে আগ্রাসী হয়ে উঠে গঙ্গাধর নদের ভাঙ্গন। এ বছর নদের ভাঙ্গনে ভিটেমাটি হারিয়েছে অনেকে। এখন নদের দুই তীরের আবাদী জমি ভাঙ্গছে। বিশেষ করে নদের পশ্চিম তীরের কয়েক শত বিঘা জমি ইতিমধ্যে নদের গর্ভে চলে গেছে। এখন হুমকির মূখে রয়েছে তরিরহাট বাজার, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, ইন্দ্রগড় সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ অনেক স্থাপনা।
বক্তারা ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান।