আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়ার একটি স্কুলে বন্দুকধারীদের হামলার পর শতাধিক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় উত্তর-পশ্চিম নাইজেরিয়ার কাটসিনা রাজ্যে এই হামলার ঘটনা ঘটে। তবে এই হামলায় কোনো শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে কর্তৃপক্ষ জানিয়ছে।
এদিকে আল জাজিরা জানিয়েছে, ওই স্কুলে ৮০০ জনেরও বেশি শিক্ষার্থী ছিল। একে ৪৭ বন্দুকধারী একটি দল এই হামলা চালায়।
অন্যদিকে, ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি ওই স্কুলের কতজন শিক্ষার্থী নিখোঁজ আছে, তা জানতে গণনা করে নিরীক্ষার নির্দেশ দিয়েছেন।
বার্তা সংস্থা রয়র্টাসের মতে, আক্রমণকারীরা মোটরবাইকে করে ঘটনাস্থলে এসে ফাঁকা গুলি ছোড়ে। এর ফলে আশপাশের মানুষজন পালিয়ে যায়। ওই স্কুলের অনেক শিক্ষার্থীও পালিয়ে যেতে সক্ষম হয়। এ ছাড়া অন্তত ২০০ শিক্ষার্থী পালিয়ে যাওয়ার পর আবার ফিরে আসে। প্রথমে তাদের নিখোঁজ বলে ধরে নেয়া হয়েছিল।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, বন্দুকধারীরা শিক্ষার্থীদের মধ্যে অনেককেই ধরে নিয়ে গেছে বলে তারা দেখেছেন।যদিও এখনও হামলার কারণ স্পষ্ট করা যায়নি এখন পর্যন্ত হতাহতের সংখ্যাও নির্ধারণ করা সম্ভব হয়নি।
কাটসিনার আরেকটি গ্রামে একজন নেতাসহ ২০ জনকে অপহরণের দুইদিন পরই এই হামলার ঘটনা ঘটলো। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। কাটসিনা বোকো হারামের নিয়ন্ত্রণাধীন এলাকার বাইরে বলেও ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০১৪ সালে নাইজেরিয়ার চিবক শহরে একটি স্কুলের ২৭০ জনের বেশি ছাত্রীকে অপহরণ করে বোকো হারাম।