আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর নাইজেরিয়ার একটি গ্রামের মসজিদে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় ১৬ জনেরও বেশি মুসল্লি নিহত হয়েছে। শুক্রবার সংবাদ সংস্থা এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এপি’র প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার নাইজার রাজ্যের মাশেগু এলাকার বায়ারে গ্রামে কয়েক ঘন্টা ধরে সশস্ত্র বন্দুকধারীদের হামলা চলে। হামলাকারী মোটরসাইকেলে করে এসে গ্রামে তাণ্ডব চালায়, মসজিদে নামাজরত লোকজনকে হত্যা করে এবং লুটপাট করে। এছাড়া স্থানীয় অনেক মানুষকে অপহরণ করেও নিয়ে গেছে।
অন্যদিকে, নাইজেরিয়ার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছে, মাত্র ৯ জন বাসিন্দা নিহত হয়েছে।
উল্লেখ্য, অতীতেও পুলিশ এই ধরনের হামলায় হতাহতের পরিসংখ্যান কমিয়েছে বলে অভিযোগ রয়েছে। এর আগে পশ্চিম আফ্রিকার দেশটির অশান্ত উত্তরাঞ্চলের বিভিন্ন অংশে ২৩ জন যাত্রী নিহত হয়েছেন।
সুত্রঃ ওয়াশিংটন পোস্ট।