সরকার পতনের ‘এক দফা’ আন্দোলন নিয়ে বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশকে সফল করতে সকাল থেকে নয়াপল্টনে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা এবং আশপাশের জেলাগুলো থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা আসতে শুরু করেছেন। তাদের অনেকে মঙ্গলবার রাতেই ঢাকায় এসেছেন বলে জানা গেছে। বিএনপির এই সমাবেশ শুরু হবে দুপুর ২টায়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতোমধ্যে সমাবেশের মঞ্চ প্রস্তুত করা হয়েছে। ৬টি ট্রাক দিয়ে অস্থায়ী এ মঞ্চ তৈরি করা হয়েছে।
আজ দুপুর ২টার দিকে সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল থেকে দলের নেতা-কর্মীরা নয়াপল্টনে জড়ো হতে থাকেন। তাদের হাতে ব্যানার, ফেস্টুন, আর মুখে স্লোগান- ‘ফয়সাল হবে কোন পথে, রাজপথে রাজপথে’। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এদিকে একই দিন বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেটসংলগ্ন স্থানে শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত সমাবেশ করার অনুমতি দিয়েছে ডিএমপি। একই দিনে বৃহৎ দুই রাজনৈতিক দলের পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি