অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে লাইসেন্স ছাড়া দোকানে সার বিক্রি ও বেশি দামে সার বিক্রির দায়ে ৪ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতে। সোমবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার বিনোদনগর ও দাউদপুর বাজারে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে এসব জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম।
ভ্রাম্যমাণ আদালতে বিনোদনগর আজিজুল হক নামে সার ব্যবসায়ীকে ৭৫ টাকার সার ১৫০ টাকায় বিক্রি করায় ২ হাজার টাকা, নবাবগঞ্জ সদরের আমিনুল ইসলাম নামে সার ব্যবসায়ীকে লাইসেন্স না থাকায় এবং সার মজুদ রেখে বেশি দামে বিক্রি করায় ৫ হাজার টাকা, দাউদপুর বাজারের অনিল কুমার দে নামে সারের ব্যবসায়ীকে সার মজুদ রেখে ক্রেতাদের মিথ্যা কথা বলার দায়ে ১০ হাজার টাকা, একই বাজারের শ্যামা প্রসাদ দে সারের ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম।
উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম জানান, কিছু অসাধু সার ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সারের দাম অধিক মূল্যে বিক্রি করছে এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে ৪ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন তিনি।