অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৮ নং মাহমুদ ইউনিয়নের ভুমি অফিসের ভুমি উপ-সহকারীর বিরুদ্ধে নানা অনিয়ম ও বিভিন্ন দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৮ নং মাহমুদপুর ইউনিয়ন ভুমি উপ-সহকারী মোঃ নুর আলম একজন দুর্নীতিবাজ কর্মকর্তা। তাহার দপ্তরে ঘুষ ছাড়া কোন কাজ হয়না। তাহার দুর্নীতির কারণে এলাকার জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে। উক্ত নুর আলমের বাড়ি উপজেলা সদরে হওয়ায় বিভিন্ন মহলের সাথে তাহার যথেষ্ট সখ্যতা রহিয়াছে। ফলে বিভিন্ন মহলকে ম্যানেজ করে তাহাদের ক্ষমতার অপব্যবহার করিয়া দিনের পর দিন তিনি দুর্নীতি করিয়া লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে সাধারণ জনগণ ও নিরীহ মানুষের নিকট হইতে। সম্প্রতি মাহমুদ ইউনিয়নের চকনওদা মৌজায় অবস্থিত বানমারী বিল ও সুকনা পুকুর নামক ২ টি পুকুর রহিয়াছে। অঞাত কারণে বিলগুলি জলমহল ইজারায় অন্তর্ভুক্ত হয়নি। সেই সুযোগে উক্ত নুর আলম বানমারী পুকুরটির মাটি কর্তন করিয়া ইট ভাটায় মাটি বিক্রি করিয়া লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়।
এবং তাহার অফিসে খারিজ করিতে গেলে কম পক্ষে ১৫ থেকে ২০ হাজার টাকার নিচে কাহারও কাজ হয়েছে এমন কোন দৃষ্টান্ত নেই। তাহার নির্ধারিত কিছু দালাল রয়েছে। উক্ত দালালের মাধ্যমে তিনি বেশির ভাগ ঘুষ লেনদেন করেন।
এলাকাবাসী জানান, নুর আলম একজন দুর্নীতিবাজ কর্মকর্তা এভাবে দুর্নীতি করে সে প্রচুর টাকার মালিক হয়েছে এবং বিপুল পরিমানে নামে বেনামে জমি ক্রয় করছে। যাহা সুষ্ঠু তদন্ত করলে প্রমান পাওয়া যাবে। এবং তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি সংশ্লিষ্ট কতৃপক্ষকে।
এবিষয়ে নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অফিসার মো: কামরুজ্জামান সরকার বলেন, এবিষয়ে ইতোমধ্যে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।