কারিগরি জটিলতার কারণে একদিন পিছিয়ে আজ শুক্রবার (২২ মার্চ) বসানো হলো পদ্মা সেতুর নবম স্প্যান। সকাল সোয়া ৮টার দিকে শরীয়তপুরের জাজিরা প্রান্তে ৩৪ ও ৩৫ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানো হয়।
এর ফলে এখন দৃশ্যমান হলো ১ হাজার ৩শ ৫০ মিটার সেতু।
মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে নবম স্প্যানটি প্রস্তুত করে রাখা হয়েছিল। সেখান থেকে ১৫০ মিটার দৈর্ঘ্য ও তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি নিয়ে বুধবার সকালে জাজিরার উদ্দেশ্যে রওনা হয় তিন হাজার ৬০০ টন ধারন ক্ষমতার ক্রেন। স্প্যানটি দুপুরে জাজিরার নাওডোবা প্রান্তে পৌঁছে।
পরে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্প্যানটি পিলারে তোলার চেষ্টা করা হয়। তবে নাব্য সংকট ও যান্ত্রিক ক্রটির কারণে গতকাল স্প্যানটি বসানো সম্ভব হয়নি। এ নিয়ে পদ্মা সেতুতে স্প্যান বসলো নয়টি।
সেতুর কাজ দ্রুত এগিয়ে চলায় খুশি পদ্মাপাড়ের মানুষ।
সূত্র : সময় নিউজ