নূর মোহাম্মদ সম্রাট, বগুড়া প্রতিনিধিঃ বগুড়া জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। নতুন কমিটিতে আহবায়ক করা হয়েছে জেলা বিএনপির সাবেক সভাপতি ও বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশাকে।
৩ নং যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেনকে। শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।বগুড়া জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষনা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেজাউল করিম বাদশাকে আহ্বায়ক, মোশারফ হোসেন এমপিকে ৩নং যুগ্ম-আহ্বায়ক বিএনপির শেরপুর উপজেলা নেতা শহিদুল ইসলাম বাবলুকে ৩৪ নম্বর এবং একই সংগঠনের বগুড়া সদর উপজেলা কমিটির সাবেক সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলকে ৩৫ নম্বর সদস্য মনোনীত করে বগুড়া জেলা বিএনপি পুনর্গঠন করা হয়েছে। আগের ৩১ সদস্য কমিটির মধ্যে শুধুমাত্র আহ্বায়ক পরিবর্তন করা হয়েছে। বাকি সদস্যরা আগের মতই থাকলেন।
২০১৯ সালের মে মাসে জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটি ভেঙে দিয়ে জিএম সিরাজ এমপিকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়। এই কমিটি দিয়ে সম্মেলনের মাধ্যমে জেলার সকল ইউনিট গঠন করার কথা থাকলেও সেটি হয়ে উঠেনি। এরই মধ্যে দীর্ঘ আড়াই বছর পর নতুন কমিটি।
বগুড়া জেলা বিএনপির নতুন আহবায়ক ও পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা বলেন, ‘আমি দলের এই সিদ্ধান্তের কথা শুনেছি। আমি সবাইকে নিয়ে কাজ করে যাব।’ বগুড়া জেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম বলেন, ‘আমরা জেলা বিএনপির পুনর্গঠনের কাজ অনেক দূর এগিয়ে নিয়েছি।
১০৯টি ইউনিয়ন ও ১২টি পৌরসভার মধ্যে মধ্যে ৬৬টিতে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়েছে। তবে আহবায়ক কমিটি পুনর্গঠিত হলেও আমাদের সাংগঠনিক কাজে কোন ব্যাঘাত ঘটবে না।’
উল্লেখ্য, ২০১১ সালে সর্বশেষ জেলা বিএনপির কমিটি পুনর্গঠিত হয়। এরপর মেয়াদ উত্তীর্ণ ওই কমিটি ভেঙে দিয়ে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের জন্য একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও আভ্যন্তরীণ কোন্দ্বলে তা ভেস্তে যায়।
এমন পরিস্থিতিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ২০১৯ সালের ১৫ মে মেয়াদ উত্তীর্ণ বগুড়া জেলা বিএনপির কমিটি ভেঙে দিয়ে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।