নগরীর লালখান বাজার ইস্পাহানির মোড়ে ঝুকিপূর্ন ভাবে রাস্তা পারাপার করছেন পথচারীরা। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আখতারউজ্জামান ফ্লাইওভার তৈরির পর থেকেই লালখান বাজার ইস্পাহানির মোড়ের রাস্তা পারাপার এর জায়গা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তারপর থেকেই ঝুকিপূর্ন হয়ে উঠে রাস্তাটি। নগরীর ব্যস্ততম মোড়ের মধ্যে অন্যতম ইস্পাহানি মোড়ে নাই কোন জেব্রা ক্রসিং, নাই কোন ফুট ওভার ব্রিজ। এলাকাবাসির অনেক দিনের দাবি এই ফুটওভার ব্রিজ।
দাবি থাকা শর্তেও বিষয়টি আমলে নেয়নি চট্টগ্রাম সিটি কর্পোরেশন। পরবর্তিতে বিষয়টি আমলে নিয়ে আশ্বাস দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আজম নাছিরউদ্দিন। কিন্তু দেখা যায়নি কোন পদক্ষেপ।
পথচারিরা বলছেন,” সামনে আছে আখতারউজ্জমান ফ্লাইওভার, জেব্রা ক্রসিং না থাকায় ওভার স্পিডে গাড়ি চালায় চালকরা তাতেই দিনকে দিন মরন কুপ হয়ে দাড়াচ্ছে এই সড়কটি। ভবিষ্যত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র এই ব্যাপারে কোন পদক্ষেপ নিবে বলে আশ্বাস পথচারীদের”
ডেস্ক রিপোর্টঃ আরাফাত আহমেদ রনি