নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। রোববার (১৭ এপ্রিল) সকাল ১০টায় আত্রাই উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনের অফিসার-কর্মচারী ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে একটি র্যালী পরিষদ চত্বর থেকে উপজেলার বিভিন্ন সড়ক প্রদর্ক্ষিণ শেষে একইস্থানে মিলিত হয়।
পরে উপজেলা পরিষদ সভা কক্ষে সহকারী কমিশনার ভূমি, আত্রাই,নওগাঁ কাজী মোহম্মাদ অনিক ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ আমিনুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ জিল্লুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফজলুল হক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কেএম কাওছার হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক কামাল উদ্দিন টগর, সেন বাংলা টিভি, নওগাঁ জেলা স্টাফ রিপোটার সাংবাদিক রওশন আরা পারভীন শিলা, বীর মুক্তিযোদ্ধা শ্রী নীরেন্দ্র নাথ দাশ, আত্রাই বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ সহকারী শিক্ষক মোঃ আশরাফুজ্জামান জুয়েল, সহকারী শিক্ষক মোঃ সোহেল রানা, আত্রাই বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এর নবম শ্রেণীর শিক্ষার্থী সানজিদা আহম্মেদ শশী সহ উপজেলা পরিষদের অন্যান্য অফিসার বৃন্দ।
আলোচনা সভায় বক্তারা শিক্ষা প্রতিষ্ঠানে আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষার্ক্ষীদের মাঝে “১৭ এপ্রিল ১৯৭১ ঐতিহাসিক মুজিবনগর দিবসের” তাৎপর্য তুলে ধরে প্রচার করার উপর গুরুত্ব আরোপ করেন।