নওগাঁ জেলা প্রতিনিধিঃ অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকাশিত করার উপর গুরুত্ব আরোপ করে সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল দশটায় উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও
প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র আত্রাই,নওগাঁর আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রতিবন্ধী বিষয়ক অফিসার পিএম কামরুজ্জামান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক কামাল উদ্দিন টগর, কনসালট্যান্ট ফিজিও থেরাপি মোঃ আসাদুজ্জামান,থেরাপী সহকারী নুরুন নাহার ইসফাত আরা হোসেন, টেকনিশিয়ান সোহেল রানা, টেকনিশিয়ান জিয়াউর রহমান,উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ ছাইফুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবকও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম রঞ্জু, বীর মুক্তি যোদ্ধা নীরেন্দ্র নাথ দাশ প্রমূখ।
আলোচনা অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম উপস্থিত প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন ধরনের উপকরন বিতরণ করেন।