কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালে ১লা মার্চ তৎকালীন আলফা ইন্সুরেন্স কোম্পানীতে যোগদান করেন। এই দিন টিকে স্মরণ করে সরকার ১লা মার্চ-কে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষনা দেন। এরই ধারাবাহিকতায় বীমা শিল্পের উন্নয়ন ও বীমা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে “বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় এ বৎসর নওগাঁর আত্রাইয়ে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার ১লা মার্চ উপজেলা প্রশাসন আয়োজনে সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বর থেকে জাতীয় বীমা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের নেতৃত্বে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের নওগাঁ জেলা ব্যবস্থাপক একেএম কামাল উদ্দিন টগর।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফজলুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম,সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোং আত্রাই শাখা ব্যবস্থাপক মোঃ লোকমান আলী,ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোং আত্রাই শাখা ব্যবস্থাপক মোঃ চঞ্চল হোসেন, ডেল্টা ইন্সুরেন্স কোং আত্রাই শাখা ব্যবস্থাপক মোঃ জাফর আলী, ডেল্টা ইন্সুরেন্স কোং এককবীমার শাহিন সরদার, ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোং লিমিটেড আত্রাই শাখা ব্যবস্থাপক আবু জাহিদ ডালিম সহ আত্রাই উপজেলার সকল বীমা ইন্সুরেন্স কোং শাখা ব্যবস্থাপক ও মাঠ সংগঠকগন আলোচনা সভায় উপস্থিত ছিলেন।