নওগাঁ প্রতিনিধিঃ “ সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন এই স্লোগানে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে নওগাঁর আত্রাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের সন্মেলন কক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রোখসানা হ্যাপী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, মুক্তি যোদ্ধা শ্রী নিরেন্দ্র নাথ দাশ, উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন টগর পাঁচুপুর ইউনিয়ন পরিষদের সচিব এহসানুল হক, সাহাগোলা ইউনিয়ন পরিষদের সচিব আলী আল ইফতেখারুল সেবু প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, জন্ম নিবন্ধন শিক্ষা,স্বাস্থ্য,পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন ক্ষেত্রে প্রকৃত তথ্য নিরুপণ করা সহজ হয়। তাই সময়মত জন্ম ও মৃত্যু নিবন্ধন করার জন্য সাধারণ মানুষের মধ্যে সচেচতনতার কোন বিকল্প নেই।
সভায় সরকারী দপ্তরের অফিসার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর অফিসার ও মাঠ পর্যায়ের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।