কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ “গাছ লাগান পরিবেশ বাঁচান” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলার মনিয়ারী ইউপির কচুয়া গ্রামে করোনা ভাইরাস সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা ভাইরাসে কর্মর্হীন মানুষের মাঝে সোমবার দুপুরে গাছের চারা বিতরণ করা হয়েছে। বে-সরকারী উন্নয়ন সংস্থা পূর্নিমা পল্লী উন্নয়ন সংস্থার আয়োজনে বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেণ কচুয়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক সুলতান মার্কেটের স্বত্বাধিকার মোঃ এজামূল হক।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়াম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ। বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ ছাইফুল ইসলাম, এ সময় সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন, বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই মহিলা কলেজের প্রভায়ক মোঃ ইয়াকুব আলী, আত্রাই উপজেলাজাত-আমরুল গ্রামের বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মালেক, পূর্নিমা পল্লী উন্নয়ন সংস্থার পরিচালক এস এম হাসান সেন্টু, কচুয়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মুনছুর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ।
উপজেলার কচুয়া, মাড়িয়া, জালুপোঁয়াতা, চামটা, নওদুলি গ্রামের পাঁচ শত পরিবারের মাঝে, আম, পেয়ারা, নিম ও মেহগনি এক হাজার দুই শতটি গাছের চারা ওকরোনা ভাইরাস প্রতিরোধে মাক্স বিতরণ করা হয়েছে।
গাছের চারা বিতরণ শেষে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ কচুয়া বাজারে সুলতান মার্কেট চত্বরে তিনটি গাছের চারা রোপন করেন।