ভিশন কেয়ার ফাউন্ডেশন,বসুন্ধরা আই হসপিটাল এন্ড রিসার্চ ইন্সটিটিউট ঢাকা এন্ড সেভেন স্টার শপিং মল এর যৌথ উদ্যোগে নওগাঁ জেলার আত্রাই উপজেলার সুবিধা বঞ্চিত দরিদ্র মানুষদের মধ্যে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
সেভেনস্টার আই কেয়ার সেন্টার, ভরতেঁতুলিয়া, আত্রাই,নওগাঁর আয়োজনে উপজেলা অডিটরিয়াম হল রুমে ভিশন কেয়ার ফাউন্ডেশন, বসুন্ধরা আই হসপিটাল এন্ড রিসাচ ইন্সটিটিউট ঢাকার পরিচালনায় চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম। চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন টগর, আত্রাই স্কাউট টিমের, সুজন -শ্রীজন কুমার
প্রমূখ।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভিশন কেয়ার ফাউন্ডেশন,হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাঃমজুমদার গোলাম রাব্বীর নেতৃত্বে দশ সদস্যদের একটি চিকিৎসক দল উপজেলার তিন শতাধীক চক্ষু রোগীকে বিনামীল্যে চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা ছাড়াও সর্ম্পূণ বিনামূল্যে ছানি অপারেশনের জন্য বিশ জন রোগীকে বাছাই করেন। পরে আয়োজকদের ব্যবস্থাপনায় বাছাইকৃত ছানি রোগীদের হাসপাতালের নিজস্ব পরিবহনে ভিশন কেয়ার ফাউন্ডেশন, ঢাকায় নিয়ে যাওয়া হয়।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি